বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

আরশাদ উল্লাহ্‌

সময় এসেছে
আরশাদ উল্লাহ্‌


মহাশূন্যের অজানা কোন নক্ষত্র থেকে
বিচ্ছিন্ন উল্কার মতোই আলোকের বেগে
ছুটে এসে পড়েছিলাম অকস্মাৎ
তুমি আর আমি শিশিরের মতো,
কোন একদিন এ পৃথিবীর বুকে!


বিধাতার খেয়ালের খেলাঘর থেকে
নির্দেশে তাঁর মহাকালের বিপাকে পড়ে
কিংবা নির্দিষ্ট কোন সোলার ঘুর্নিঝরে
সুনামি ঢেউয়ের মতো কোন এক দিন
দীর্ঘ পথ অতিক্রম করে বায়ুস্রোতে উড়ে
অগণিত বালি-কণার মতোই বুঝি এসেছি
দু’দিনের আহূত হয়ে ধরণির সমুদ্র তটে!
তোমার আমার মতোই আসে আর যায়
এখানে, পৃথিবীতে কালে কালে কালান্তরে
মানব মানবীরা – তারপর
আবার চলে যায় – সময় চলে গেলে
এই পৃথিবীর ক্ষণিকের খেলাঘরে,
প্রকৃতির নির্মমতায় - সময় ফুরিয়ে যায়!
সময় আমার শেষ হয়ে গেছে অগোচরে,
তুমি আর এখন - ডেকো না আমায়!


যদিও দেখিনি কোনদিন তোমাকে তবুও
তোমার সুরভী ছিল যতো
কোন এক বসন্তে - আমাকেই দিয়েছো,
আর কতো?
বসন্ত বায়ুতে ভালবাসার বাণী ছিল,
প্রেরণা ছিল, অনুভূতি ছিল কতো-
ছিল অগাধ অনুরাগ - প্রেম!
ভাগ্য যে প্রসন্ন নয়, তা শুধু যন্ত্রণার
জীবনের প্রথম বসন্ত পুড়িয়ে মেরেছে
আগুন জ্বেলে দিয়েছে তৃষ্ণার্ত অন্তরে,
হাতে হাত রাখা আর হলনা যে আর
সময় এসেছে এখন চলে যাবার
তোমার আমার!

দু’দিনের খেলাঘর এই পৃথিবী,
সময়ের স্রোত টেনে নিয়ে যায়
আমাদের - অনন্ত অসীমে।
জীবন এখানে - প্রাণহীন ছবি!













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন