বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

শর্মিষ্ঠা নাহা

দেব চরিত্র
শর্মিষ্ঠা নাহা
জননিপীড়ন মোর ধ্যান- জ্ঞান,
বলি 'ভগবান' পূজে তবু লোক।
সব অন্যায় ন্যায় হয়ে যায়,
যদি করা যায়
রেখে চোখে চোখ।


যার সম্বলে কাড়ি ছলেবলে,
'হৃদিচোর' বলে তোলে সে মাথায়।
কিসে সঙ্কোচ! সে কি উৎকোচ?
সম্ভ্রমে যদি কেউ দিয়ে যায়।

কত না হৃদয় দলেছি দু পায়'
কোনও পরাজয় সই নি তো কভু,
দু হাতে রক্ত - আমি তো ভক্ত,
আসলে হত্যা করেছেন ' প্রভু'।

পরকীয়া আজ মেনেছে সমাজ,
মনে বড় লাজ কথাটি কয় না।
( হলে খাপে খাপ, পতঙ্গ -ঝাঁপ,
আগুনের পাপ কখনো হয় না।)

উল্টে খাই নি ভাজা মাছখানি,
সুবোধ এমনই সেজেছি নিত্য।
তাই সবে গায় আমার লীলায়,
লোকমুখে ধায় ' দেব- চরিত্র '।

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন