মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

শান্তনু চ্যাটার্জী







ধূমকেতু
শান্তনু চ্যাটার্জী



জীবিত থাকার তাগিদেই জেগে থাকা
ঘুমের ঘোমটা বড় বেশি অশরীরি
নিশিডাক শুনে উঠে গিয়েছিল যারা
আছড়ে পড়েছে অযাচিত নিদ্রায়

আছড়ে পড়াই স্বভাব জন্মগত
ধূমকেতু হোক অথবা দূরের ঢেউ
নদী জানত না কতদূর যেতে হবে
এগিয়ে দিয়েছে, পৌঁছে দেয় নি কেউ।








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন