মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

অখিল কুমার দাস


"শুধু ভালবাসার জন্য"
অখিল কুমার দাস


শুধু ভালবাসার জন্য এই গান গাওয়া
শুধু ভালবাসার জন্য এই কবিতার পিছু ধাওয়া
ভালবাসার বরে এই পৃথিবীতে আসা

ভালবাসার তরে এই জনারণ্যে ভাসা ॥


এই ভালবাসা আমার

নবজাত শিশুর মধুর ক্রন্দনে
এই ভালবাসা আমার
দ্বাদশীর নব ঋৃতু বন্দনে
চতুর্দশীর ভরা প্লাবনে
আর অষ্টাদশীর মিথুন আলিঙ্গনে ॥



ভালবাসা কখনও

প্রসব ব্যথার দারুন যন্ত্রনায়
ভালবাসা কখনও
বালিকা বধুর বিদায় গাথায় ॥



ভালবাসার জন্য

এই যৌবনকে বেঁধে রাখা
ভালবাসার জন্য
এই কিশোর মনকে হাতে রাখা ।
বার্ধক্যের জীর্ন বস্ত্রকে ছুঁড়ে ফেলা
মৃত্যু নামের কাল সত্যের অবহেলা ॥



ভালবাসা মানে গোলাপের মেলা

ভালবাসা মানে রাসের লীলা
ভালবাসা মানে অহেতুক কথা
ভালবাসা মানে অকারন ব্যথা
তবু
ভালবাসার জন্য এই গান গাওয়া
ভালবাসার জন্য এই কবিতার পিছু ধাওয়া ॥







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন