শনিবার, ১ অক্টোবর, ২০১৬

তুষার আহাসান



আমাদের কথামালা-১৩৭
তুষার আহাসান




আমরা এখন বিবেক রাখি সিন্দুকে

সোনা রাখি বন্দকে

চিটিং করি বন্ধুকে।



আমরা এখন চাঁদ ভাবি বিন্দুকে

ভয় পাইনে বন্দুকে

যে যা-ই বলুক নিন্দুকে।



আমরা এখন ভরসা রাখি গার্লফ্রেন্ডে

হিসেব রাখি থাউজেন্ডে

ফুর্তি মারি উইক-এন্ডে



আমরা এখন বাবা-মায়ের দোষ খুঁজি

সামলে রাখি গোপন পুঁজি

নিজেকে ছাড়া কাকে বুঝি!



আমরা এখন গাড়ি-বাড়ির গন্যমান্য

নেশায় নাই ভারসাম্য

সবকিছুতে’মানি’ কাম্য



আমরা এখন গুরুর কথায় পাথর ধরি

পড়শিদের কাতর করি

হাঁটা-যন্ত্রে ওজন ধরি



আমরা এখন চোখ রাখি বৃদ্ধাশ্রমে

কি জানি কখন কদর কমে
               ঠাঁই যেন পাই কোন রকমে।




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন