সোমবার, ১ আগস্ট, ২০১৬

মাসউদুর রহমান খান



আতসী
মাসউদুর রহমান খান




আতস কাঁচ ফেলে দেখা মানুষের
ভেতর যেন ভরা পূর্নিমায় ভয়াল
কালো মেঘ। অথচ, দিনের আলোয়
শুভ্রতা নিয়ে বসে, মেঘেরই মত।
মানুষেও সেকি! অদ্ভুদ দ্বি-তত্ত্বম।

তদন্তের রিপোর্টটিও আলো দেখেনি,
আর কখনোই পায়নি তার খোঁজ
আলামতে,
নিজেই নিজের বৃত্ত, শূন্য আঁকা কাগজে
সরষের ভূত মন্ত্র জপা
আরও একবার।

অন্দরমহল আর বাহিরের চাকচিক্যে
অন্ধ যেজন,
তাকে স্নিগ্ধ সকালের শুভ্রতা ছুঁয়ে যায় না।











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন