মঙ্গলবার, ৩ মে, ২০১৬

অনাদি চক্রবর্তী



হৃদয় দুয়ার
অনাদি চক্রবর্তী




হৃদয়ের দরজা যদি
বন্ধ করাই থাকে,
জমবেই মরচে যে তার
কব্জাগুলোর ফাঁকে।


খুললেই ক্যাচোর ম্যাচোর
শব্দ তখন তার,
ভয়ে আর আসবে না কেউ
খুলতে রে সেই দ্বার্।

রাখ তোর দুয়ার খোলা
আসা যাওয়া থাক দু'বেলা,
যদি কোন আপন ভোলা
পথিক এসেই পরে।
হৃদয়ের সিংহাসনে
বসে যদি আপন মনে,
চুপি চুপি সংগোপনে
আপন করিস তারে।

তারপর না হয় আবার
বন্ধ করিস রে দ্বার,
যদি সে হয় আপনার
চিরদিনের তরে।
না যদি হয় রে আপন
আপনি ফিরবে সে জন,
স্মৃতিগুলো থাকবে তখন
শূন্য হৃদয় জুড়ে।

সে স্মৃতির সুধারসে
থাকবি ডুবে যবে,
হৃদয়ের বন্ধ দুয়ার
আপনি খোলা রবে।





































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন