মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ব্রতী মুখোপাধ্যায়






একেবারেই করপোরেট দুনিয়ার স্টাইল
ব্রতী মুখোপাধ্যায়





একেবারেই করপোরেট দুনিয়ার স্টাইল
রাজধানীতে হেড কোয়াটারস
প্রেসিডেনট, ভাইস, বোরড অব ডিরেকটরস
সেখানেই থাকেন
প্রতিমাসের শিডিউল যেমন, সেভাবেই, সেখানেই
নিয়মিত বোরড মিটিং
এখন আবার কোনো কোনো স্টেটের ডিমান্ড মেনে নিয়ে
সিটুয়েশন অনুযায়ী
ব্রানচেও এক-আধবার মিটিং করতে হয়


একেবারেই করপোরেট দুনিয়ার স্টাইল
স্টেটে স্টেটে কোমপানির সিইওরা থাকে
তাদের নিচে
জেলায় জেলায় চিফ ম্যানেজার
তাদের নিচে
ম্যানেজার
গোটা সেট-আপটাই ডিমোক্রেটিক রাখা হয়েছে
শধু ফাইন্যাল ডিসিশানগুলো, ডেলিগেশান অব পাওয়ার
সেনটার থেকে কনভে করার ব্যবস্থা
পুরোপুরি ছিমছাম

একেবারেই করপোরেট দুনিয়ার স্টাইল
মিটিংগুলো ইমপরটানট
সেখানেই প্রি-শিডিউলড আলোচনা
রিপোরটিং রেভিনিউ
পুরানো এরিয়া ধরে রাখা
নতুন এরিয়া এক্সপ্লোর করার স্কিম
ময়দানে অন্য যেসব প্লেয়ার আছে তাদের সঙ্গে রিলেশানস
যা আবার সবসময় চেনজিং
তাছাড়া লিগাল সেল গ্রিভানস সেল ইনটারন্যাশন্যাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি

এমনিতে ব্রানচগুলো স্বাধীন
বড় কিছু না ঘটলে পলিসি অব নো ইনটারভেনশান মেনে চলা হয়
সিইওরাই ম্যানেজারদের সঙ্গে ডিশকাস করে স্থির করবে
কোমপানির স্পোকসপারসন কে হবে
কার ওপর কোন সময় দায়িত্ব থাকবে প্রেস-মিটের
কোন কোন ইস্যু সামনে আনা হবে
অন্য প্লেয়ারদের কার সাথে কখন কিভাবে
আন্ডারগ্রাউনড আনডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে
কোন সময় কাকে কোন কৌশলে অ্যাটাক করতে হবে
অবলাইন এবং অনলাইন মিডিয়ার কোন অংশের সাথে
কতখানি হবনবিং নেসেসারি
কোথায় কবে কোন ইস্যুতে
মিটিং মিছিল ধরনা জনসমাবেশ (আর হ্যাঁ, আর্মস ইউজ) করতে হবে
সব কিছুই নিচের লেভেল ইনডিপেনডেনটলি সামলে নেবে

তবে কিনা
একেবারেই সায়েনটিফিক, মানে বিজ্ঞানসম্মত, মানে
একেবারেই করপোরেট দুনিয়ার স্টাইল





































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন