মঙ্গলবার, ৩ মে, ২০১৬

সুমিত নাগ



অতিথিসৎকার
সুমিত নাগ



অতিথি আসেই ঘরে

যেমন এসেছে আবার

ঘরে আসবে, থাকতে দিলে থাকবে

খেতে দিলে খাবে, খঞ্জনি বাজিয়ে গান করব

মন যদি চায়-

কিন্তু মদ খেয়ে বাড়ী এসে আমাদের রাতের বেলা

পুরনো টেবিল ল্যাম্পটা ভাঙলে, সোফাটা বিশ্রী ভাবে

ধামসালে, হড়হড় করে বমি করে দিলে আমাদেরই

ঘরের মেঝেতে বা পোষা কুকুরটার গায়ে

আমাদেরই কাউকে না কাউকে তো বলতে হবে

-‘এই সামলাও, মদ খেয়েছ, চুপ করে বসো

বেশি হুল্লোড় না করে, এই বাড়ীতে আমরা এসব

সহ্য করি না। বাইরে বের করে দেবো’।













































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন