সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

অমরেশ বিশ্বাস



শীতকাল 
অমরেশ বিশ্বাস


শীতকালেতে ইচ্ছে করে রোদ পোহাতে ভাই
আয়েশ করে গরম চায়ে চুমুক দিতে চাই।
বাক্স বন্দি লেপ, কম্বল পায় মুক্তির স্বাদ
সোয়েটার, চাদর, মাফলার, জ্যাকেট কেঊ যায় না বাদ। 
সুযোগ পেলেই আগুন জ্বেলে নিই সেঁকে দুই হাত 
শীতে দারুণ মজা লাগে খেতে গরম ভাত।
পিঠে-পুলির ধূম পড়ে যায় শীতকালটা এলে
নানান রকম শাকসব্জী এই কালেতেই মেলে। 
গরিব যারা শীতে কাঁপে পৌষ,মাঘ মাস এলে
শীতের মজা সে পায় যার গরম কাপড় মেলে।
সে ভাগ্য আর হয় না তাদের, দুই হাতে বুক ঢাকে
বলে ভগবান বিদেয় করো এবার শীতকালটাকে।




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন